ছাব্বিশের বিধানসভায় চিরচঞ্চলা মতুয়া ভোট কোনদিকে যাবে? এই প্রসঙ্গে শুভময় মৈত্র বলেন, 'নির্বাচনের আগে এই নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারা অসম্ভব। চঞ্চলা লক্ষ্মী কোনদিকে যাবেন, তার জন্য সমীক্ষা হলে আমরা বুঝতে পারব। হরিচাঁদ ঠাকুররা নিম্নবিত্ত মানুষের ওঠার কথা বলেন। উত্তর ২৪ পরগণা, নদিয়ায় মতুয়া ভোট কোন দিকে যাবে, সেটা দেখতে হবে। মালদা-মুর্শিদাবাদ ও উত্তরদিনাজপুরে কী হতে চলেছে আমরা বুঝতে পারছি না। ধর্মভিত্তির রাজনীতির প্রশ্ন বার বার উঠে আসবে। স্বাধীনতার অনেক আগে থেকেই ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত। তবে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে যে বিষয়টি করেছে, তা হল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির সঙ্গে একেবারে লড়াইয়ে যাওয়ার জন্য মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা দিচ্ছে ও প্রচুর মন্দির তৈরি করছে।'