কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ১৫ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব কাটিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনী। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে এমন তাপমাত্রা বজায় থাকবে, পূর্বাভাসআবহাওয়া দফতরের।