'মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, মাঝেমধ্যে বাণী দেবেন। সাধারণ মানুষ যে বিশ্বাস করে ওঁকে ভোট দিয়েছিল, সেই সুরক্ষাটুকুও উনি দিতে পারেছন না।' পঞ্চায়েত হিংসার বলি নিয়ে সরব দিলীপ...