এদিন অভিষেক বলেন, উনি ৫ বছর ধরে সিবিআই-ইডির ভয় দেখাচ্ছেন,সিবিআই-ইডি কী করবে ? আমাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। আমি প্রোটেকশন ছাড়া গিয়েছি। সত্যি কথা বলার জন্য জেলে ঢোকাবে আমাকে ? ঢোকাক। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। আমি বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি, যদি বুকের পাটা থাকে, আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা কোরো, হুঁশিয়ারি অভিষেকের।