Lok Sabha Election 2024: গতকালই ইন্ডিয়া জোট (INDIA Alliance) প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) কড়া বার্তা দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গ। তিনি বলেন 'ইন্ডিয়া জোটে যে মমতা (CM Mamata Banerjee) আছেন এটা স্পষ্ট। অধীর চৌধুরী এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। যদি অসুবিধা হয় তাহলে বেরিয়ে যেতে হবে'। পাল্টা অধীর বলেন, 'কেউ কংগ্রেসকে (Congress) শেষ করবে আর আমি তার খাতির করবো, এটা হতে পারে না'। আজ অধীর আবার বলেন রাজ্যে কোনভাবে মমতাকে খাতির কড়া হবে না। এটাই আমার মধ্যে কোন হেজিটেশন নেই'। গতকাল মল্লিকার্জুন খাড়গের সঙ্গে অধীরের বাগযুদ্ধের পরে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'অধীরবাবু যে বাড়িতে আছেন সেটা বিভীষণের বাড়ি, আমরা তাকে বলবো আপনি রামের বাড়িতে আসুন'। অধীর রঞ্জন চৌধুরী অবশ্য এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। ABP Ananda Live