বারবার শিরোনামে সন্দেশখালির ভাইরাল ভিডিও । ওখানের মহিলাদের আন্দোলন -বক্তব্য সকলেই শুনছেন। এ ধরণের চালাকি করে, পয়সা দিয়ে দুটো ভিডিও করে কিছু সম্ভব নয়। এই ধরণের চালাকি তখনই করে, যখন হেরে যায়। তৃণমূলের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গিয়েছে।