লোকসভা ভোটের মাঝে তৃণমূলের পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিও ভাইরাল হতেই উদ্বেগ বাড়ল কি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ? এই ইস্যুতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Basirhat BJP Candidate Rekha Patra On Sandeshkhali Viral Video ) বলেন, 'এটা তৃণমূলের চাল।বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, সেটা মিথ্যে। এর কোনও সত্য়তা নেই। চক্রান্ত।'