দেবের কপ্টারে ধোঁয়া,হল জরুরি অবতরণ। রতুয়া থেকে রানিনগর যাওয়ার পথে বিভ্রাট। উড়ানের ৫ মিনিট পরই মালদা বিমানবন্দরে অবতরণ। কপ্টারে যান্ত্রিক ত্রুটি, সড়ক পথে রওনা দিলেন দেব।