লোকসভা ভোটের মাঝে তৃণমূলের পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রসঙ্গে অভিষেক বলেন, 'ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, কি খালি হাতে হবে ? উত্তরে সে জানিয়েছে, না, খালি হাতে হবে না। বন্দুক লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে।' এরপরেই গুজরাতে লিকার ব্যান অর্থাৎ মদ বিক্রি বন্ধ করার কথা তুলে, অভিষেক জোর নিশানা করেন প্রধানমন্ত্রীকে। বলেন, 'আর সেই বিজেপি দলের মণ্ডল সভাপতি বলছেন, প্রতি বুথে মদের জন্য ৫ হাজার টাকা লাগবে।'