কখনও শুভেন্দু অধিকারী, কখনও সুকান্ত মজুমদার। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু বলেন, বিজেপি এলে আগে বলতাম দু-হাজার করে দেব, এখন বলছি বিজেপি সরকার করলে ৩ হাজার করে দেব।' আর এবার বাংলায় প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দেন অমিত শাহ। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়বে ১০০ টাকা ? নাকি ৩ হাজার ? BJP-র প্রতিশ্রুতিতে তুঙ্গে তরজা হতেই শুভেন্দু ফের বলেন, এতদিন তো আমি বলছিলাম, এবার আমার নেতা অমিত শাহ বলেছেন, প্রতিদিন ১০০ টাকা করে পাবেন। মাসে ৩ হাজার টাকা।