ভোটের মুখে তৃণমূল (TMC) ছেড়ে কাউন্সিলরের বিজেপিতে (BJP) প্রত্যাবর্তনের পরেই পার্টি অফিস দখল নিয়ে খড়গপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Midnapore BJP Candidate Agnimitra Paul) সামনেই দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন খড়গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকেশ হুমনে। অগ্নিমিত্রার অভিযোগ, যোগদানের পর পার্টি অফিসে গন্ডগোলের খবর পেয়ে তিনি যাওয়ার চেষ্টা করায়, রাস্তায় তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। পাল্টা পথ অবরোধের হুঁশিয়ারি দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়। শাসকদলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রাই বহিরাগতদের এনে তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টা করেন। বাধা দেওয়ায় গন্ডগোল বাধে।