সন্দেশখালিতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রীর জামিন। এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের। 'বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে, পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে'। 'আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ'। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর, ১৯ জুন মামলার পরবর্তী শুনানি। এর আগে মাম্পি দাসকে এখনই জেল থেকে ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি। লঘু ধারায় মামলার নোটিসের টোপ দিয়ে গ্রেফতার? প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গোটা ঘটনার পিছনে কার মাথা কাজ করছে? কার পরিকল্পনা? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। আমরা চাই সন্দেশখালির মহিলাদের ওপর অত্য়াচার বন্ধ হোক: অধীর চৌধুরী।