Lok Sabha Poll: ভোটের মধ্যে এবার ভাইরাল ঘাটালের (Ghatal) অডিও। এক্স হ্যান্ডলে ভাইরাল অডিও (Viral Audio) রিপোস্ট, দেবকে (Dev) নিশানা হিরণের। 'দেবের পিএ-কে দিয়ে প্রচুর টাকা তোলা হয়। চাকরি বিক্রির নামে প্রচুর টাকা তোলা হয়।' এই অডিও ক্লিপ ভুয়ো হলে কোর্টে যান দেব, চ্যালেঞ্জ হিরণের। ওই অডিওতে দুজনের গলার স্বর শোনা যাচ্ছে। আপাতভাবে মনে হচ্ছে একজন মহিলা এবং একজন পুরুষ। সেখানে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, রাম বলে কোনও এক ব্যক্তিকে ৯ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন চাকরির জন্য। সায়ন্তন বলে একজনের সঙ্গেও কথা হয়েছে কিন্তু কোনও কাজ না হওয়ায় ফোন করেছেন। পুরুষ ব্যক্তিকে দাদা বলে সম্বোধন করছিলেন তিনি। সেখানে তাঁকে আশ্বস্ত করতে শোনা যায় ওই পুরুষকণ্ঠটিকে। গোটা অভিযোগই অস্বীকার করেছেন দেব। তাঁর দাবি, 'অডিও এডিট করে মহিলার গলা বসানো হয়েছে। এমন কোনও মহিলার সঙ্গে কথা বলেছি বলে মনে পড়ছে না।' জেতার জন্য নোংরা রাজনীতি হিরণের, পাল্টা আক্রমণ দেবের।