ABP Ananda Live: গোপীবল্লভপুরের সভামঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আচমকা ছিঁড়ল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চটি। এরপর নিজেই চটিতে সেফটিপিন জুড়ে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'দোষ কিছু নেই, জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে।' এদিন গোপীবল্লভপুরে তৃণমূলের (Lok Sabha Election 2024) প্রার্থীর হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-বিজেপি-কংগ্রেসকে এক সারিতে রেখে আক্রমণ সারান। জঙ্গলমহলের জন্য কী কী করেছেন, তারও ফিরিস্তি দেন মমতা। বলেন, 'বলল নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে। জঙ্গলকন্য়া সেতু চাই। লালগড়ে সেতু করে দিয়েছি। জঙ্গলমহল সুন্দরী সেতু..নাম বললাম। জঙ্গলমহলের নামে হবে। বলল নতুন জেলা চাই। ২০১৭ সালে র এপ্রিলে নতুন জেলা করে দিলাম। মেডিক্য়াল কলেজ করে দিলাম। বিশ্ববিদ্য়ালয়, কলেজ, মাল্টি সুপার হাসপাতাল, কী হয়নি বলেন তো? আর্চারি অ্য়াকাডেমি, ট্রাইবালরা সারা পৃথিবীতে নাম করছে। এখানকার ছেলেমেয়েের ট্রেনিং দিলে... ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়র, প্রফেসর হচ্ছে। IAS অফিসার, WBCS, IPS, কত বড় পদে চাকরি। এটা আমার গর্ব।'