ABP Ananda LIVE : গোল্ডেন গ্লোবসে নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া।প্রেজেন্টার হিসেবে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে হাজির প্রিয়ঙ্কা। অফ শোল্ডার ব্লু গাউনে অনুষ্ঠানে হাজির হন তিনি। রেড কার্পেটে প্রিয়ঙ্কার পাশে ছিলেন নিক জোনাসও। অনুষ্ঠানের জন্য নিক বেছে নিয়েছেন ব্ল্যাক ট্যাক্সিডো। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিল্টনে আয়োজিত হল ৮৩ তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস।