ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর চাকরিতে যোগ দিয়েছিলেন স্বীকৃতি মজুমদার। কিন্তু চাকরি ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। খেলাঘর, মেয়েবেলা-র মত ধারাবাহিতে অভিনয়ের পর এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত সিরিয়াল আলোর কোলে-তে অভিনয় করছেন তিনি। চলুন, আজ সাজঘরে বসে স্বীকৃতির সঙ্গেই আড্ডা দেওয়া যাক।