‘কার কাছ কই মনের কথা’ ধারাবাহিকে বিয়ের সানাই। বিয়ে হয়ে বাড়িতে আসে শিমুলের জা প্রতীক্ষা। নিজের বিয়ের গয়না শিমুলের কাছে রাখে সে। কিন্তু উধাও হয়ে যায় প্রতীক্ষার বিয়ের গয়না। চক্রান্ত থেকে নিজেকে কীভাবে বাঁচাবে শিমুল?