মঞ্চে 'বগলা মামা'-র বেশে খরাজ মুখোপাধ্যায়। হাজির ঋদ্ধি-দিতিপ্রিয়া, খোদ পরিচালক ধ্রুবও। মজার মোড়কে মুক্তি পেল নতুন ছবির ট্রেলার। ২৪ নভেম্বর আসছে 'বগলা মামা যুগ যুগ জিও'।