হুডখোলা গাড়ি ছুটছে। কলকাতার রাস্তায় সৌরভের কাঁধে মাথা রেখে বসে রয়েছেন দর্শনা (Darshana Banik)। ছিমছাম সাজ সিঁদুর-লাল শাড়িতে নববধূ। সৌরভের (Sourav Das) সঙ্গে শ্বশুরবাড়ি এলেন দর্শনা।