বড়দিনের মরশুমে বড়পর্দায় 'প্রধান'-ছবিতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করবেন দেব। পরিস্থিতি জটিল করে তোলার জন্য থাকবেন জটিলেশ্বর। আর তাঁদের মাঝে থাকবেন একজন মাস্টারমশাইও। রাজ চক্রবর্তীর প্রলয় ছবিতেও মাস্টারমশাইয়ের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। তবে এবার এই ছবিতে মাস্টারমশাইকে কতটা আলাদা রূপে দেখতে পাবে দর্শক ? প্রশ্নের উত্তরে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) জানিয়েছেন, 'মানুষ বৈচিত্রপূর্ণ জীব। এত বৈচিত্র আর কারও মধ্যে দেখা যায় না।'এনিয়ে দেব বলেন, 'মাস্টারমশাইয়ের কাছে সারাক্ষণই আমরা কিছু না কিছু শিখি।'