স্মৃতি আর নস্ট্যালজিয়া মেখে 'কাবুলিওয়ালা' ফিরছে পর্দায়। প্রকাশ্যে ছবির চরিত্রদের পরিচয় ও প্রথম লুক। কাবুলিওয়ালার ভূমিকায় মিঠুন। মিনি হচ্ছে 'মিঠাই'-এর অনুমেঘা। মিনির বাবা আবির, মায়ের ভূমিকায় সোহিনী।