চেন্নাইয়ে শুরু হল এবিপি নেটওয়ার্ক আয়োজিত প্রথম দ্য সাদার্ন রাইজিং সামিট ২০২৩ (The Southern Rising Summit 2023)। অনুষ্ঠানে এবিপি নেটওয়ার্কের থিম সং পরিবেশন করলেন শিল্পী মহেশ রাঘবন এবং নন্দিনী শঙ্কর।