এবার ওটিটিতে আসছে 'ওহ মাই গড ২'। নেটফ্লিক্সে ৮ অক্টোবর থেকে স্ট্রিমিং শুরু। অক্ষয় কুমারের ছবি ওটিটিতে থাকবে আনকাট। এমনই জানিয়েছিলেন পরিচালক অমিত রাই।