ABP Ananda Live: ব্রেন টিউমার। শব্দটা শুনেই আতঙ্ক। এ যেন মৃত্যুর পরোয়ানা ! সত্যিই কী তাই ? ব্রেন টিউমার কি সারে না ? সব ব্রেন টিউমারই ক্যান্সারের দিকে এগোয় ? কোন লক্ষণে বুঝবেন ? সাধারণ মাথা ব্যথার সঙ্গে ব্রেন টিউমারের যন্ত্রণার ফারাক কোথায় ? সব নিয়ে বিস্তারিত আলোচনা এবিপি লাইভ বাংলায়। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশিষ্ট নিউরোসার্জেন ডা. বিশ্বজিৎ সেনগুপ্ত(রুবি জেনারেল হাসপাতাল, কলকাতা)। দেখুন এবিপি লাইভ বাংলার সিরিজ 'বাঁচুন আনন্দে'।পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s