রুবি জেনারেল হাসপাতালের নিউরোসার্জেন ডা. বিশ্বজিৎ সেনগুপ্ত জানালেন, ব্রেন টিউমার এমন একটা অসুখ, যা হতে পারে ছোট শিশু থেকে বৃদ্ধেরও। হয়ত অনেকেই উপসর্গ বোঝেন না, অন্য কোনও সমস্যা নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় হয়ত একটা টিউমার ধরা পড়ে যায় মস্তিষ্কে। তবে কয়েকটি প্রাথমিক উপসর্গের দিকে খেয়াল রাখা প্রয়োজন। পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s