প্রথমেই মাথা ব্যথার কথা প্রসঙ্গে চিকিৎসক বললেন, সব মাথা ব্যথা ব্রেন টিউমারের লক্ষণ নয়। ব্রেন টিউমার জনিত মাথা ব্য়থা সাধারণত বাড়ে সকালের দিকে। হয়ত সকাল সকাল মাথার যন্ত্রণায় ঘুমটাই ভেঙে গেল। তারপর প্রচণ্ড বমি পেল। বমি হতে শরীরটা স্বস্তি পেল। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে , তাহলে অবশ্যই নিউরোসার্জেনের পরামর্শ নেওয়া দরকার। পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s