ব্রেন টিউমার মানেই মৃত্যু এই ধারণাকে প্রথমেই খণ্ডন করলেন তিনি। তিনি জানালেন, বেশিরভাগ ব্রেন টিউমারই সেরে যায়, যদি তা ক্যান্সারাস না হয়। আর যদি তাতে ম্যালিগন্যান্সি থাকে তাহলে তা নিয়ন্ত্রণে রাখেন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এখন অনেকটাই বেড়েছে সাফল্যের হার।পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s