ABP Ananda LIVE : '১০ মিনিটে ডেলিভারি' থেকে সরল ব্লিঙ্কিট, সরতে পারে সুইগি, জেপ্টোও । কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের হস্তক্ষেপের পরই বদলে গেল ব্লিঙ্কিট-এর স্লোগান । '১০ মিনিটে ডেলিভারি'র স্লোগান পাল্টে হল '৩০ হাজার পণ্য আপনার দরজায়'। একই পথে হাঁটতে পারে সুইগি, জেপটোর মতো দ্রুত ডেলিভারির সংস্থাগুলি: সূত্র । ডেলিভারি কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই হস্তক্ষেপ কেন্দ্রের । ২০২৫-এর বর্ষবরণের দিন ধর্মঘট করেন ১০ মিনিটে ডেলিভারি কর্মীরা । নিরাপত্তা, স্বাস্থ্য ও আয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা।