Jammu Kashmir News: তল্লাশিতে গিয়ে জম্মু কাশ্মীরের কিশতোয়ারে তুষার ঝড়ে মৃত বাংলার ২ জওয়ান । ল্যান্স নায়েক সুজয় ঘোষ ও ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের মৃত্যু আজই গ্রামের বাড়িতে ফিরছে ২ জনের দেহ । বীরভূমের রাজনগরের বাসিন্দা সুজয় ২০১৮-তে সেনাবাহিনীতে যোগ দেন । সুজয়ের বাড়িতে রয়েছেন তাঁর মা-বাবা, দাদা এবং ভাই, গোটা গ্রাম শোকস্তব্ধ । একই অভিযানে তুষার ঝড়ে মৃত সেনাবাহিনীর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ । তাঁর দেহও আজ মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে ফিরছে হরিহরপাড়া থানা এলাকায় বাড়ি পলাশের, গোটা গ্রামেই শোকের ছায়া।