১৮৭৫ সালের ৭ই নভেম্বর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন, 'বন্দে মাতরম'। দেশজুড়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালন চলছে। 'বন্দে মাতরমের' দেড়শো বছর পূর্তি নিয়ে সংসদে আলোচনা চলাকালীন 'বন্দে মাতরম' ও 'বন্দে ভারত'-এর মধ্য়ে গুলিয়ে ফেললেন আরজেডি সাংসদ অভয় কুমার সিনহা। নিজের বক্তব্য শুরু করতে গিয়ে প্রথমেই বন্দে মাতরম বলার জায়গায় বন্দে ভারত বলে ফেলেন অভয় কুমার সিনহা। মুহূর্তের মধ্যে সংসদ ভবনে হাসির রোল ওঠে। আরজেডি সাংসদ অভয় কুমার নিজেও হেসে ফেলেন। এরপর বন্দে মাতরমের জায়গায় বন্দে ভারত বলার জন্য তিনি ক্ষমাও চেয়ে নেন। তারপর নিজের বক্তব্য শুরু করেন।