খসড়া তালিকা প্রকাশের পর শান্তনু ঠাকুর বলেন, 'এসআইআর এসআইআরের মতো চলবে। যা নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা সঠিক একটা প্রক্রিয়া। এসআইআর হওয়া উচিত। এসআইআর হলে সঠিক তথ্য উঠে আসবে। বাংলায় কত জন ভোটার রয়েছেন। নাগরিকত্ব নিয়ে কারও সমস্যা নেই। সকলকেই নাগরিকত্ব দেবে ভারত সরকার। এখন সেটা সময়ের অপেক্ষা। একটি দীর্ঘ প্রক্রিয়া। অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অবশ্যই নাগরিকত্বের বিষয়টি দেখা হবে। নাগরিকত্ব থাকলে ভোটার তালিকায় নাম থাকা স্বাভাবিক। এখন কত কী বাদ যাবে, তা দেখার বিষয়। তবে কারও ভয়ের কিছু নেই।'