Bihar News : অমৃতসর থেকে পুর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ! গতকাল বিহারের সহর্ষ জেলার সোনবর্ষা কুছেরি স্টেশনের কাছে ট্রেনে আগুন। আগুনের জেরে ট্রেনের একটি বগি ভস্মীভূত। আগুনে ঝলসে গিয়েছেন এক ট্রেন যাত্রী। আতঙ্কিত যাত্রীদের অন্য কামরায় স্থানান্তরিত করা হয়। ট্রেনে মোবাইল চার্জিং সার্কিট ফেটে বিস্ফোরণের জেরে আগুন বলে আশঙ্কা। আগুন নেভানোর পরে ট্রেনটিকে পূর্ণিয়ায় পাঠানো হয়।ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম।