ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ। ভিড়ের চাপে আপাতত বন্ধ রাখা হল রামলালার দর্শন। ভিড়ের চাপে অসুস্থ সাধু-সন্ত থেকে সাধারণ মানুষ। অযোধ্যায় আজ কেউ যাবেন না আবেদন পুলিশের।