ABP Ananda LIVE: কলকাতাতেও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। দুর্ঘটনার তদন্তে নেমে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি। ধৃত বাংলাদেশি আজাদ শেখকে ভুয়ো নথি বানাতে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১। ১৮ মে: কালীঘাটে গাড়ির ধাক্কায় জখম নেতাজিনগর থানার ASI সুষেণ দাস। অভিযুক্ত গাড়ি চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতেই পর্দাফাঁস। জাল নথি দিয়ে তৈরি লাইসেন্স দেখে সন্দেহ পুলিশের। অক্টোবর, ২০২৩: উত্তর ২৪ পরগনা দিয়ে ভারতে অনুপ্রবেশ । জাল নথি দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল বাংলাদেশি নাগরিক, পুলিশ সূত্রে খবর ।