উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন সেখানে মহাদেবের হাজার হাজার ভক্ত হাজির হন। সেখানকার ভস্ম আরতিও অত্যন্ত পবিত্র ও জনপ্রিয়। এই ভস্ম আরতি আসলে হল একটি বিরল এবং পবিত্র প্রথা। তাতে ভগবান শিবকে ভোরবেলা পবিত্র ছাই অর্থাৎ ভস্ম দিয়ে আরতি করা হয়ে থাকে।