ABP Ananda LIVE: ব্রেন টিউমার মানেই আতঙ্ক, ভয়াবহতা। বোধ হয় জীবনের সময়টা মাপা হয়ে গেল। সত্যিই কি তাই ? ব্রেন টিউমার মানেই কি মৃত্যুর পরোয়ানা ? ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে-তে এবিপি লাইভ বাংলা কথা বলল, রুবি জেনারেল হাসপাতালের নিউরোসার্জেন ডা. বিশ্বজিৎ সেনগুপ্তের সঙ্গে। ব্রেন টিউমর কি জেনেটিক? সেটা নিয়ে এখনও পর্যন্ত গবেষণা করে একটা বা দুটো কারণ দেখা হয়নি। অনেক ক্ষেত্রে জেনেটিক মিউটেশন, পরিবারের অন্য কারও ছিল কি না, এইসবের এখনও গবেষণা চলছে। সব নিয়ে বিস্তারিত আলোচনা করলেন বিশিষ্ট চিকিৎসক। পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s