ABP Ananda LIVE: ব্রেন টিউমার মানেই আতঙ্ক, ভয়াবহতা। বোধ হয় জীবনের সময়টা মাপা হয়ে গেল। সত্যিই কি তাই ? ব্রেন টিউমার মানেই কি মৃত্যুর পরোয়ানা ? ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে-তে এবিপি লাইভ বাংলা কথা বলল, রুবি জেনারেল হাসপাতালের নিউরোসার্জেন ডা. বিশ্বজিৎ সেনগুপ্তের সঙ্গে। ব্রেন টিউমারে দৃষ্টির উপর কী প্রভাব? ব্রেন টিউমারে চোখের উপর আস্তে আস্তে প্রভাব ফেলে এবং ধোঁয়াসা দেখায়। অনেকে একটা জিনিস দুটে দুটো দেখেন। সব নিয়ে বিস্তারিত আলোচনা করলেন বিশিষ্ট চিকিৎসক।পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s