ABP Ananda LIVE: ব্রেন টিউমার মানেই আতঙ্ক, ভয়াবহতা। বোধ হয় জীবনের সময়টা মাপা হয়ে গেল। সত্যিই কি তাই ? ব্রেন টিউমার মানেই কি মৃত্যুর পরোয়ানা ? ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে-তে এবিপি লাইভ বাংলা কথা বলল, রুবি জেনারেল হাসপাতালের নিউরোসার্জেন ডা. বিশ্বজিৎ সেনগুপ্তের সঙ্গে। ব্রেন টিউমারের সঙ্গে লাইফস্টাইলের কী সম্পর্ক? একজন মানুষের খু ভাল ধঘুম দরকার, পর্যাপ্ত ডায়েট দরকার যেখানে জাঙ্ক ফুড না থাকে। পাশাপাশি প্রতিদিন শরীরচর্চা করা দরকার। সব নিয়ে বিস্তারিত আলোচনা করলেন বিশিষ্ট চিকিৎসক। পুরো সাক্ষাৎকারটি শুনুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=OuLisen5DzM&t=53s