অশান্ত বাংলাদেশ, কাঁটাতারের ওপারে অশান্তিতে উদ্বেগ এপারের সীমান্তবর্তী এলাকায়। এই আবহেই এই এরাজ্যের উওরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন BSF-এর DG-র। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা সেনার সঙ্গে কথা বলেন, DG প্রবীণ কুমার।