Fire News: রাজস্থানের জৈসলমের-এ ভয়াবহ বাস দুর্ঘটনা, জয়সলমের-যোধপুর হাইওয়েতে চলন্ত এসি স্লিপার বাসে অগ্নিকাণ্ড। জৈসলমের থেকে মঙ্গলবার বিকেল ৩টের সময়ে ছেড়েছিল বাসটি। পথে বাসের পিছন থেকে ধোঁয়া বার হতে দেখেন চালক। তিনি সঙ্গে সঙ্গে পথের ধারে বাস থামিয়ে দেন। কিন্তু নিমেষে গোটা বাস আগুনের গ্রাসে চলে যায়।