১৬ নভেম্ব প্রকাশিত হল খসড়া তালিকা। এই খসড়া তালিকায় কাদের নাম আছে, কাদের নাম বাদ পড়েছে তা জানতে চাইছেন সকলেই। নির্বাচন কমিশনের ECINET অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকায় কাদের নাম আছে, আর কাদের নাম সেই তালিকায় নেই। ECINET অ্যাপ্লিকেশনটি GOOGLE PLAY STORE থেকে এবং অ্যাপল অ্যাপ স্টোর DOWNLOAD করতে পারবেন।