ABP Ananda LIVE : পাক চর সন্দেহে ধৃত CRPF জওয়াল , দিল্লি থেকে সন্দেহভাজনকে পাকড়াও করে NIA ।জাতী নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের সরবারহ:NIA। পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় মোটা টাকাও নিয়েছেন ধৃত CRPF জওয়ান।: NIA। ২০২৩ সাল থেকে পাকিস্তানকে তথ্য দিচ্ছিল ধৃত জওয়ান। ৬ জুন পর্যন্ত হেফাজতে ধৃত সিআরপিএফ জওয়ান মোতি রাম জট।