DA Increased কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আনন্দ এবার দ্বিগুন হয়ে গেল। উৎসবের মরসুমে আরো ৩ % DA ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে ৩ % DA বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA হার বেড়ে ৫৮ % হলো। রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ফারাক বেড়ে হলো ৪০ %।