Durga Puja 2025 বিজয়া দশমীর দিন অশুভ শক্তিকে ধ্বংসের লক্ষ্য়ে রাজস্থানের জয়সেলমেরে অস্ত্র পুজো করলেন BSF জওয়ানরা। বিজয়া দশমীর দিন প্রাণের উৎসবের সমাপ্তির সুর। প্রতীক্ষা শুরু আরও একটি বছরের। ঘরে ঘরে প্রার্থনা, আবার এসো মা।