কলকাতা: আনন্দ, উৎসব, উদযাপন শেষে বিষাদের সুর। হই, হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিংয়ের পর মনের কোনে এক চিলতে বিষণ্ণতা। আজ বিদায়ের বিজয়া দশমী। এদিকে আজই আবার হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই শুরু হয়েছে ভারী বৃষ্টি কলকাতায়। প্রবল বর্ষণের মধ্যেই চলছে শহরে প্রতিমা নিরঞ্জন, ঘাটগুলিতে কড়া নজরদারি।