এনজেপি স্টেশনে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট, গ্রেফতার বিহারের বাসিন্দা। কামাখ্যা-বিহার রুটে জাল নোট পাচারের চেষ্টা, গ্রেফতার করল NJP-GRP-এর SOG টিম। ডাউন আগরতলা–দেওঘর এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে গ্রেফতার। ধৃত মহম্মদ একরাম আনোয়ার আনসারি বিহারের পূর্ণিয়ার হাসানপুরের বাসিন্দা। ধৃত যুবকের থেকে উদ্ধার ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকার জাল নোট। ধৃতের থেকে উদ্ধার একাধিক সিম কার্ড, ব্যাঙ্কের পাসবুক, চেকবুক, এটিএম কার্ড ও মোবাইল ফোন।