ঘণ্টাখানেক সঙ্গে সুমন হাইলাইটস (০৯-০১-২০২৬) : দেখুন, কালও বলেছি, আজও দ্বিধাহীনভাবে বলতে হবে -- ED কি কচি খোকা? নাকি পেছনে এরাজ্যে একযুগ ধরে চলে আসা এজেন্সির শীতঘুমের সেই রহস্যময় গল্পটা আছে? আমি এবার আপনাদের সামনে কয়েকটা মন্তব্য রাখি। একেবারে কোট-আনকোট। 'ED-র বাধা দেওয়া উচিত ছিল। আইপ্যাক অফিসে রেড করতে গেলে, ED-র প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। ED মুখ্যমন্ত্রীকে ন্যূনতম বাধা দেবে না -- এটা মেনে নেওয়া যায় না। আমার গন্ডির মধ্যে ঢুকে, কেউ রংবাজি করে বেরিয়ে যাবে, আর আমি চোখ বন্ধ করে থাকব, এটা আমি মেনে নিতে পারছি না।' এতটুকু শুনে কী ভাবছেন? যে কোনও সাধারণ মানুষ তো এমনটাই ভাববেন। তবে, যিনি ভেবেছেন, এবং নির্দ্বিধায় প্রকাশ্যে বলেছেন, On Camera বলছেন, তিনি বিজেপির বিধায়ক অশোক দিন্দা। সজল কি অন্যরকম কিছু ভাবছে নাকি?