ড্রাফ্ট ভোটার লিস্টে আপনার নাম আছে, নাকি নেই, তা বুঝবেন কীভাবে? প্রথমে voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করুন। এরপর Services এ ক্লিক করতে হবে। তারপর ভোটার লিস্টে নাম খুঁজুন। রাজ্যের নাম দিন। এপিক নম্বর লিখুন। ক্যাপচা কোড লিখুন। সার্চ বাটনে ক্লিক করুন।