প্রাণপ্রতিষ্ঠার পর, আজ থেকে সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে লোক চলেছে রাম মন্দিরের দিকে। রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা। নতুন রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে দর্শন।