বড়দিন মিটতেই রেল যাত্রীদের পকেটে টান। আজ থেকেই বাড়ল রেলের ভাড়া। রেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখবো ভারতীয় রেল দূরপাল্লার যাত্রীদের জন্য ভাড়া বাড়িযেছে । সাধারণ কামরায় ২১৫ কিমি এর বেশি গেলে প্রতি কিমিতে এক পয়সা বেশি দিতে হবে। মাল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে নন এসি এবং এসি ক্লাসের ভাড়া কিমিতে দুই পয়সা বাড়বে ।